• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

নিখোঁজের ১০ দিন পর মিললো কৃষকের লাশ


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৭:৩৫ পিএম
নিখোঁজের ১০ দিন পর মিললো কৃষকের লাশ

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান ওরফে মিঠু (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে পঁচা-গলা লাশ উদ্ধার করা হয়। মিঠু যুগিপাড়া গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মিঠু গত ১ নভেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে তার স্ত্রী বিউটি খাতুন গত ৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি জিডি করেন।

সকালে গ্রামের লোকজন যুগিপাড়া মেহগনি বাগানের ভিতর মিঠুর পঁচা-গলা লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মিঠুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

Link copied!